ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার দিগনগর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ঝিলিক পবনবেগ মালোপাড়া এলাকার অসীম কুমার বিশ্বাসের মেয়ে ও খোলাবাড়িয়া সরকারি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।
আলফাডাঙ্গা থানার এস আই আব্দুল কাদের এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দুপুরে ঝিলিক তার পরিবারের সদস্যদের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকেলে বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েও সন্ধান না পেয়ে চলে যায়। এরপর নিখোঁজের একদিন পর সোমবার দুপুরে ঝিলিকের মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী।