ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরখলো ও চাঁপাই রেঞ্জের ৮টি টহলফাঁড়ি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে এ সব অফিসের কর্মকর্তা ও বনরক্ষীসহ ৫০ জনকে।
শরণখোলা রেঞ্জের বন্ধ ফাঁড়িগুলো হলো দুবলা, ককিলমুনি, শ্যালা, কচিখালী ও চড়খালী।
চাঁদপাই রেঞ্জের মধ্যে রয়েছে তাম্বুলবুনিয়া, জোংড়া ও ঝাপসি টহলফাঁড়ি বন অফিস।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস আগামী ২৬ মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানবে। বিষয়টি মাথায় রেখেই বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের ঝুঁকিপূর্ণ ৮ টহল ফাঁড়ির কর্মকর্তা ও বনরক্ষীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
‘পাশাপাশি সুন্দরবনে অবস্থান করা জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। আশা করছি, প্রতিবারের মতো এবারও সুন্দরবন উপকূলবাসীদের নিরাপদ রাখবে।’