ঢাকার সাভারে তালাবদ্ধ ঘর থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকায় ভাড়া বাসা থেকে রোববার রাত সাড়ে ১২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
ওই বাড়ির মালিক শামসুন্নাহারের বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জিয়াউল ইসলাম নিউজবাংলাকে জানান, গত ১৯ মে বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নেন ওই যুবক। আগামী ১ জুন স্ত্রীসহ ওই বাসায় উঠবেন বলে তিনি বাড়ির মালিককে জানান।
ওঠার সময় বাড়ি ভাড়ার ফরম পূরণ করার কথা ছিল তার। এরপর গত ২০ মে বন্ধু পরিচয়ে চারজনকে নিয়ে ওই যুবক বাসায় আসে।
জিয়াউল আরও জানান, ২২ মে ভোরে তারা চলে গেলে ওই ঘর তালাবদ্ধ পাওয়া যায়। রোববার ওই ঘর থেকে দূর্গন্ধ ছড়ালে রাতে পুলিশে খবর দেয় বাড়ির মালিক।
পুলিশ ঘরের তালা ভেঙে ভেতরে হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান জিয়াউল।