চট্টগ্রামের আনোয়ারায় বিল থেকে দুই রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পশ্চিম বারৈয়া বটতলী এলাকার ওই বিল থেকে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন মো. ইলিয়াস ও আবুল কাশেম।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৈয়দ ওমর নিউজবাংলাকে বলেন, ‘তারা রোববার সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে কোনো এক সময় বজ্রপাতে মারা গেছেন বলে ধারণা করছি আমরা।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, গতকাল সন্ধ্যায় অটোরিকশায় রাউজানের গহিরা থেকে কাজ শেষে আনোয়ারা চুন্নাপাড়া এলাকা হয়ে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় চুন্নাপাড়ায় নেমে তারা একটি দোকানে চা খাওয়া শেষে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন।
এ সময় বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দুজনের হাতেই স্যান্ডেল, পলিথিনে মোড়ানো মোবাইল ও কাপড় ছিল। তাই পুলিশের ধারণা, বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, ইলিয়াসের মরদেহ তার ছেলে সুমন ও কাশেমের মরদেহ তার স্ত্রী শনাক্ত করেন। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানান ওসি ওমর।