নেত্রকোণার পূর্বধলায় নিজ উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় থাকা সড়ক মেরামত করছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, বেহাল সড়কটির মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হলেও সাড়া মেলেনি। তাই নিজেরাই টাকা তুলে সড়ক মেরামতে নেমেছেন।
পূর্বধলার ঘাঘড়া ইউনিয়নের মৌদাম বাজার থেকে রামকান্দা হয়ে খাটুয়ারি পর্যন্ত এলজিইডির এই রাস্তা দিয়ে ঘাগড়া ও জারিয়া ইউনিয়নের ১০ গ্রামের হাজারো মানুষ চলাচল করে।
প্রায় সাড়ে চার কিলোমিটার দৈর্ঘের রাস্তাটির তিন কিলোমিটারই কাঁচা। রামকান্দা এলাকায় রাস্তাটি অনেকটা নিচু এবং কাঁচা। ফলে বর্ষাকালে রাস্তার ওই অংশটি পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়তে হয় এ পথে চলাচলকারীদের।
ঘাঘড়ার রামকান্দা গ্রামের বাসিন্দারা রোববার সকাল থেকে নেমে পড়েছেন এই রাস্তার সংস্কারে। আট ফুট অংশ তারা মেরামত করবেন বলে জানিয়েছেন।
তারা বলছেন, এলজিইডি কর্তৃপক্ষের কাছে রাস্তাটি মেরামতের জন্য আগেও বলা হয়েছে। তাতে কাজ হয়নি।
গ্রামের বাসিন্দা এরশাদ হোসেন খান বলেন, রাস্তাটিতে মাটি ভরাটের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু কেউই কোনো উদ্যোগ নেননি। এবার বর্ষায় দুর্ভোগ কমাতে নিজেরাই টাকা তুলে মেরামতের কাজ শুরু করেছেন।
আরেক বাসিন্দা মাঈন উদ্দিন বলেন, ‘আমরা গ্রামের যারা সচ্ছল ব্যক্তি আছি, তারা ৫০০ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে মোট ৫০ হাজার টাকার তহবিল গঠন করেছি। ওই টাকায় এক্সকাভেটর দিয়ে মাটি ভরাট শুরু হয়েছে। লাগলে আমরা আরও টাকা তুলে আগামী বর্ষায় রাস্তাটি চলাচলের উপযোগী করব।’
তারা বলছেন, তিন দিনের মধ্যে রাস্তা ঠিকঠাক করে ফেলবেন বলে আশা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল হক লিটন বলেন, রাস্তার বেহাল অংশের বিষয়টি তিনি জানেন। এটি সংস্কারে বরাদ্দের আবেদন করা হবে।
এলাকাবাসীর দেয়া অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি এ নিয়ে কথা বলতে রাজি হননি।