বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুটবল মাঠের ঝগড়া গড়াল সংঘর্ষে, নিহত যুবক

  •    
  • ২৪ মে, ২০২১ ১০:০২

গত বৃহস্পতিবার গ্রামের মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওই গ্রামের সুমন মিয়া ও নবেল মিয়ার মধ্যে ঝগড়া হয়। এই ঘটনার জেরেই রোববার রাত ৮টার দিকে আবারও সুমন ও নবেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হবিগঞ্জের নবীগঞ্জে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির তিন দিন পর দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক।

উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে রোববার রাতে ঘটে যাওয়া এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ এই তথ্য জানিয়েছেন।

নিহত যুবকের নাম দিলবার হোসেন।

ওসি ডালিম জানান, গত বৃহস্পতিবার গ্রামের মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সে সময় দুই দলের দুই খেলোয়াড় সুমন মিয়া ও নবেল মিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতিও হয়। উপস্থিত লোকজন বিষয়টি তখন সমাধান করে দেন।

ওসি আরও জানান, এই ঘটনার জেরেই রোববার রাত ৮টার দিকে আবারও সুমন ও নবেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন দিলবার হোসেন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত হন ২৫ জন। তাদের মধ্যে রিপন মিয়া, বাছিত মিয়া, আব্দুল হামিদ ও আবুল কালামকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে ছয় থেকে সাতজন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানানা ওসি ডালিম।

দিলবারের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে রোববার রাত থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর