গোপালগঞ্জ সদরের মোহাম্মদপাড়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শহরের মালেকা একাডমেরি পাশে একটি বাড়ির বাথরুম থেকে রোবাবার রাত দেড়টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সবুজ শেখের বাড়ি মুকসুদপুর উপজেলায়।
বাড়ির মালিক শহিদুল ইসলাম জানান, খাদিজা বেগম নামে এক নারী ৩ মে তার বাড়ির দ্বিতীয় তলা ভাড়া নেন। ২০ মে স্বামী পরিচয়ে সবুজ শেখ নামে একজনকে সঙ্গে নিয়ে বাসায় ওঠেন।
এরপর খাদিজা ও সবুজকে আর দেখা যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রোববার এলাকায় উৎকট গন্ধ ছড়ালে বাড়িওয়ালা খবর পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যের পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যা। দুই থেকে তিন দিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে। ওই বাসা থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
ঘটনার পর থেকে খাদিজা বেগমের মুঠোফোন বন্ধ রয়েছে বলেও জানান ওসি।