বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লর্ডস ইন থেকে বকেয়া গৃহকর আদায়

  •    
  • ২৪ মে, ২০২১ ০১:৪২

চসিকের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘চসিকের নিয়ম অনুযায়ী ভবনের মালিক গৃহকর পরিশোধ না করলে তা ভবনের ভাড়াটের কাছ থেকে আদায় করার সুযোগ আছে। তাই চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লর্ডস ইনের ভাড়াটে এইচএসবিসি ব্যাংক থেকে বকেয়া গৃহকর বাবদ ১৪ লক্ষ ৩৪ হাজার ৬৫৬ টাকা আদায় করা হয়েছে।’

চট্টগ্রাম নগরের হোটেল লর্ডস ইন থেকে বকেয়া ১৪ লক্ষ ৩৪ হাজার ৬৫৬ টাকার গৃহকর আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

রোববার বিকেলে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে এ বকেয়া আদায় করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম আজাদ নিউজবাংলাকে বলেন, ‘২০১৭ সাল থেকে গৃহকর দেয়া বন্ধ রেখেছে নগরীর নাসিরাবাদ এলাকার হোটেল লর্ডস ইন। তখন থেকে ভবন মালিক কামাল বরাবর গৃহকর পরিশোধ করার জন্য কয়েকটি চিঠি দিয়েও কাজ হয়নি। পরে কামাল সাহেবের মৃত্যুর পর তার ছেলেদের সঙ্গে যোগাযোগ করা হলে তার ছেলেরাও বকেয়া পরিশোধ করতে অস্বীকৃতি জানান।’

তিনি বলেন, ‘চসিকের নিয়ম অনুযায়ী ভবনের মালিক গৃহকর পরিশোধ না করলে তা ভবনের ভাড়াটের কাছ থেকে আদায় করার সুযোগ আছে। তাই চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লর্ডস ইনের ভাড়াটে এইচএসবিসি ব্যাংক থেকে বকেয়া গৃহকর বাবদ ১৪ লক্ষ ৩৪ হাজার ৬৫৬ টাকা আদায় করা হয়েছে।’

একই অভিযানে চিটাগং শপিং কমপ্লেক্সের ৮ টি দোকান থেকে লাইসেন্স ফি বাবদ ২১ হাজার ৮০ টাকা আদায় করা হয় বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর