‘ভিক্ষা নয়, কর্মই জীবন’- এই স্লোগানকে সামনে রেখে ভিক্ষুকমুক্ত নোয়াখালী গড়ার লক্ষ্যে নোয়াখালী পৌরসভার পশ্চিম মোধুরি এলাকায় মো. সোহাগ নামে এক প্রতিবন্ধী কর্মজীবনে ফিরে এসেছেন।
স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মানবিক অর্গানাইজেশনের সার্বিক তত্ত্বাবধানে সোহাগকে মালামালসহ দোকান ঘর উপহার দেয়া হয়।
রোববার দুপুরে পশ্চিম মোধুরি এলাকায় নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খানের সহযোগিতা ও দিকনির্দেশনায় সোহাগের হাতে দোকানের চাবি তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ওমর ফারুক ও আলোকিত মানবিক অর্গানাইজেশনের সদস্যবৃন্দ।
উপকারভোগী মো. সোহাগ বলেন, ‘মানুষের কাছে হাত পাতাটা ছিল একটা অভিশাপ। আজ ভিক্ষার জীবন থেকে মুক্তি পেয়ে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ পেয়ে আমি আনন্দিত। দোকানটি সুন্দরভাবে পরিচালিত করে এখন পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে বাঁচতে পারব। সেইসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাঁরা যেন আমার মতো অসহায়দের বাঁচতে অবলম্বনের ব্যবস্থা করেন।’