রোববার সকালে একজন কৃষক তার ক্ষেতে কাজ করতে গিয়ে দেখতে পান ক্ষেতের আলে একটি জালে আটকা পড়ে আছে অজগর সাপটি। পরে পাটগ্রাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে একটি ডিমসহ প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপটিকে উদ্ধার করে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর খেন্টিরপাড় এলাকা থেকে
ডিমসহ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে একজন কৃষক তার ক্ষেতে কাজ করতে গিয়ে দেখতে পান ক্ষেতের আলে একটি জালে আটকা পড়ে আছে অজগর সাপটি। পরে পাটগ্রাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে একটি ডিমসহ প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপটিকে উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, অজগর সাপটি ভারতের সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে ঢুকেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, অজগর সাপটি ডিমসহ থানা হেফাজতে রয়েছে। পরে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।