ফরিদপুরের নগরকান্দায় ৯১ বছর বয়সী এক বৃদ্ধাকে পরিত্যক্ত গোয়ালঘরে সাত দিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে তার একমাত্র ছেলের বিরুদ্ধে। স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিকরা অবশেষে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের করপাড়া এলাকার রমেন মণ্ডল তার বৃদ্ধ মা রাজেশ্বরী মণ্ডলকে একটি পরিত্যক্ত ঘরে তালাবদ্ধ করে আটকে রাখেন টানা সাত দিন। রমেন মণ্ডল উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরি শেষে সম্প্রতি অবসরে গেছেন।
স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকরা সরেজমিনে দেখতে পান, একটি পরিত্যক্ত গোয়ালঘরে ওই বৃদ্ধাকে তালা দিয়ে আটকে রাখা হয়েছে। তালা খুলে তারা দেখেন, ওই বৃদ্ধা ময়লা-আবর্জনার ভেতর তীব্র গরমে কাতরাচ্ছেন। না আছে কোনো খাবার, না আছে পানি। দরজার তালা খোলার পর সাংবাদিকদের দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন ওই বৃদ্ধা। পরে তারা তাকে উদ্ধার করে ছেলের ঘরে নিয়ে ফ্যানের নিচে বসালে তিনি স্বস্তির নিশ্বাস ফেলেন।
নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি বোরহান আনিস বলেন, ‘পৌরসভার করপাড়ায় এক বৃদ্ধাকে আটকে রাখা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে আমি ও প্রেস ক্লাবের সাংবাদিকরা যাই। সেখানে গিয়ে দেখতে পাই ওই বৃদ্ধাকে একটি পরিত্যক্ত গোয়ালঘরে আটকে রাখা হয়েছে। আমরা সেখান থেকে ওই বৃদ্ধাকে বের করে নিয়ে আসি।’
তিনি আরও বলেন, ‘ওই বৃদ্ধা খুব ক্ষুধার্ত ছিলেন, তাকে তাৎক্ষণিক আম খেতে দেয়া হয়। পরে তার ছেলেকে এ বিষয়ে চাপ প্রয়োগ করলে তিনি তার ভুল স্বীকার করে মাকে আর কষ্ট দেবেন না বলে আমাদের আশ্বস্ত করেন।’
এ ব্যাপারে ওই বৃদ্ধার ছেলে রমেন মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দরজা খোলা থাকলে বিভিন্ন দিকে চলে যান মা। তাই আমি তাকে আটকে রাখি। আমার ভুল হয়েছে। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। এখন থেকে মায়ের যত্ন নেব।’