ত্রিপুরাদের স্থায়ী পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশর কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
ত্রিপুরা পল্লীর বাসিন্দাদের সঙ্গে শনিবার বিকেলে মতবিনিময় শেষে সিপিবির সীতাকুন্ড উপজেলা শাখার নেতারা এই দাবি জানান।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা একটি সমতল ভূমিতে ত্রিপুরাদের ঘর তৈরিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে।
গ্রুপের দাবি, জায়গাটি তাদের কেনা। তাদের নামে কাগজপত্র রয়েছে।
তবে ত্রিপুরারা বলছেন, তারা এই পাড়ায় যুগ যুগ ধরে বাস করছেন। পাড়ার সঙ্গে লাগোয়া একটি খালি জায়গায় সম্প্রতি নতুন করে কয়েকজন ত্রিপুরা ঘর তৈরির কাজ শুরু করলে গত ১৪ মে আবুল খায়ের গ্রুপের লোকজন তাদের বাধা দেয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিবির সভাপতি জহীর উদ্দিন মাহমুদ বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ত্রিপুরা অন্যতম। দক্ষিণ সোনাইছড়ির ত্রিপুরা পাড়াটিতে অন্তত ৭৫টি পরিবার বসবাস করে। ওই পাড়ার বাসিন্দা সংখ্যা প্রায় ৪০০ জন। তারা দেড়শ বছর ধরে এখানে বসবাস করেন।
‘কিন্তু সাম্প্রতিক সময়ে ত্রিপুরা পরিবারগুলোকে উচ্ছেদ করার জন্য কিছু প্রভাবশালী মহল বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে আমরা অভিযোগ পেয়েছি।’
সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মছিউদ্দৌলা বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট। তাদের স্থায়ী পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবে না। প্রভাবশালী মহল ত্রিপুরা জনগোষ্ঠীকে তাদের বসতি থেকে উচ্ছেদ করে জায়গা দখলের যে পাঁয়তারা করছে তা আমরা হতে দেব না।’