মুজিববর্ষ উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় জমিসহ পাকা বাড়ি পাচ্ছে ১৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বগুড়ার ধুনট উপজেলায় এই জমিসহ বাড়ি দেয়া হচ্ছে । উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের তত্ত্বাবধায়নে প্রতিটি বাড়ির নির্মাণকাজ সম্পন্ন করা হচ্ছে। বাড়ির নির্মাণকাজ প্রায় শেষ।
প্রতিটি বাড়ির নির্মাণ ব্যয় ১ লাখ ৮৫ হাজার টাকা। ধুনট সদর ইউনিয়নে ৬৫টি ঘর, কালেরপাড়া ইউনিয়নে (সুলতানহাটা গ্রাম) ৩১টি ঘর, কালেরপাড়া ইউনিয়নে (মাদারভিটা) ১০টি ঘর, গোসাইবাড়ি ইউনিয়নে (পারনাটাবাড়ী গ্রাম) ২৪টি ঘর নির্মাণের কাজ চলছে।
মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আগামী জুনে ঘর পাচ্ছে ৫০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার।
এর আগে প্রথম ধাপে উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ পাকা বাড়ি পেয়েছে ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। সেবার প্রতিটি বাড়ির নির্মাণকাজে ব্যয় হয় ১ লাখ ৭১ হাজার টাকা। সেবারও এর তত্ত্বাবধানে ছিলেন ইউএনও সঞ্জয় কুমার মহন্ত।
বগুড়ার ধুনট উপজেলায় জমিসহ পাকা বাড়ি পাচ্ছে ১৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। ছবি: নিউজবাংলা