মানিকগঞ্জের সাটুরিয়ায় ইয়াবাসহ ধানকোড়া ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ার হোসেনকে আটক করেছে র্যাব।
সাটুরিয়া উপজেলার কামতা এলাকা থেকে রোববার দুপুর ২টার দিকে ৮০ পিস ইয়ারাসহ তাকে আটক করা হয়।
মনোয়ার হোসেন উপজেলার কামতা এলাকার বাসিন্দা। তিনি ধানকোড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
র্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার এসএসপি উনু মং এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাটুরিয়া উপজেলার কামতা এলাকা থেকে মনোয়ারকে আটক করা হয়। এসময় তার মোটরসাইকেলের টুলবক্স থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘ওই ইউপি সদস্যের নামে মামলা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হবে।’