ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আদালতের মাধ্যমে রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার জয়লস্কর ইউনিয়ন থেকে ওই শিক্ষককে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে ছাত্রীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, তার ১১ বছর বয়সী মেয়েকে দুবার ধর্ষণ করেছেন ওই শিক্ষক। কাউকে না জানানোর জন্য তিনি মেয়েকে ভয়ভীতি দেখান। এরপর গত শনিবার ওই শিক্ষক তার মেয়েকে আবার ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি তখন তার মাকে বিষয়টি জানায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ নিউজবাংলাকে জানান, মামলার পরপরই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার পর জবানবন্দি নেয়া হয়েছে।