উপজেলা সহকারী কমিশনার কামরুল হাসান জানান, বাবলা গ্রামের কয়েকজন প্রভাবশালী বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। অভিযোগ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে সাতটি ড্রেজার ধ্বংস করে দেয়া হয়।
টাঙ্গাইলের এলেংজানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাতটি বাংলা ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
নদীর বাবলা গ্রামের অংশে রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান জানান, বাবলা গ্রামের কয়েকজন প্রভাবশালী বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। অভিযোগ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে নদীতে থাকা সাতটি বাংলা ড্রেজার ধ্বংস করে দেয়া হয়।
এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।