বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোংলায় তেলবাহী ট্যাংকারে আগুন, নিহত ১

  •    
  • ২৩ মে, ২০২১ ১৮:৫৯

চট্টগ্রাম বন্দর থেকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আমদানি করা জ্বালানি নিয়ে মোংলায় আসে একটি ট্যাংকার। জেটিতে নোঙর করার মুহূর্তে এটির ইঞ্জিনরুমে আগুন লেগে যায়। এতে ইয়াসিন ও লাল মিয়া দগ্ধ হন।

বাগেরহাটের মোংলা বন্দরে তেলবাহী ট্যাংকারে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

‘এমটি সি লিংক উৎসব’ নামের ট্যাংকারে রোববার দুপুর সোয়া ১টার দিকে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ।

নিহত লাল মিয়া ওই ট্যাংকারের স্টাফ। দগ্ধ স্টাফ মো. ইয়াসিনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ হাসপাতালের প্রধান চিকিৎসক আব্দুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বন্দরের হারবার মাস্টার শেখ ফখর উদ্দিন নিউজবাংলাকে জানান, ট্যাংকারটি চট্টগ্রাম বন্দর থেকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আমদানি করা জ্বালানি বহন করে আনে। জেটিতে নোঙর করার মুহূর্তে এটির ইঞ্জিনরুমে আগুন লেগে যায়। এতে ইয়াসিন ও লাল মিয়া দগ্ধ হন।

বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের প্রথমে মোংলা বন্দর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে লাল মিয়ার মৃত্যু হয়। এই হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে ইয়াসিনকে।

ট্যাংকারে মাস্টারসহ ১৩ জন ছিলেন। অন্যদের কোনো ক্ষতি হয়নি। হঠাৎ করে ট্যাংকারের ইঞ্জিনরুমে আগুন লাগার কারণ জানা যায়নি।

এ বিভাগের আরো খবর