লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার মাটি কাটার সময় দেয়াল ধসে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আটজন।
উপজেলার ভোলাপুর ইউনিয়নের মদিনা ব্রিকফিল্ডে রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. বেলাল, মো. ফারুক ও রাকিব হোসেন।
তাদের মধ্যে দুই ভাই বেলাল ও ফারুকের বাড়ি কমলনগর উপজেলার চরজাঙ্গানিয়া গ্রামে। রাকিবের বাড়িও একই উপজেলায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইটভাটার মাটি কাটার সময় চিমনির পাশের দেয়াল ধসে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রাকিবের অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গেলে তারা স্থানীয়দের তোপের মুখে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, ইটভাটার ওই দেয়ালটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু কর্তৃপক্ষ দেয়াল সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।
জেলা পুলিশ সুপার (এসপি) ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, দেয়াল ধসে শ্রমিক নিহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।