সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের চার দিন পর আব্দুর রহমান নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার চর বেলতৈল ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে ধানক্ষেত থেকে রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৬ বছর বয়সী আব্দুর রহমান বেলতৈল গ্রামের শামসুর রহমানের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান নিউজবাংলাকে জানান, বেলতৈল ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে ধানক্ষেতে অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরও জানান, আব্দুর রহমান চার দিন ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় ২০ মে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাই শাহজাহান। পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুর রহমানের বলে দাবি করেন।