ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ১১ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২টি মোবাইল সেট ও বিভিন্ন কোম্পানির ৫৮টি সিম উদ্ধার করা হয়।
চক্রের সদস্যদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জামাল পাশা।
এএসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ও পল্লীবেড়া গ্রামে অভিযান চালিয়ে চক্রের ১১ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২টি মোবাইল সেট ও বিভিন্ন কোম্পানির ৫৮টি সিম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটকরা বিকাশের অফিসার সেজে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভাঙ্গা থানায় দুটি মামলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কুমার কর্মকারসহ আরও অনেকে।