মুন্সীগঞ্জের মাওয়ার শিমুলিয়া ফেরিঘাট থেকে গলদা চিংড়ির ১৫ লাখ রেণু পোনাসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পদ্মা সেতু কম্পোজিট স্টেশন মাওয়া শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে শিমুলিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকার দুটি মিনি ট্রাক থেকে এসব পোনা জব্দ করে।
রোববার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক দুটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৫টি ছোট-বড় ড্রামে গলদা চিংড়ির ১৫ লাখ রেণু পোনা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন রিয়াজ (৪০), জাহিদ (৫৫), মুরাদ উদ্দিন (৪৫), জহির (৪৫) ও আবিদ (৪০)।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আমিরুল জানান, জব্দকৃত মিনি ট্রাক ও অটক পাঁচজনকে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পোনাগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ড এর আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তায় কাজ করছে। পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এসব অভিযান চলবে।