বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চালকলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

  •    
  • ২৩ মে, ২০২১ ১৬:২৬

আশুগঞ্জ থানার ওসি বলেন, সানোয়ারের চিরকুট পড়ে মনে হচ্ছে, বাবার ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। সানোয়ারের পরিবার নওগাঁয় থাকে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি চালকল থেকে সানোয়ার হোসেন নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার প্যান্টের পকেট থেকে বাবার ওপর অভিমান করে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

খান অ্যাগ্রো ফুড নামে একটি চালকল থেকে রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। সানোয়ার ওই চালকলের শ্রমিক ছিলেন। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুরে।

চিরকুটে লেখা ছিল, ‘আসসালামু আলাইমুক ওয়া রহমাতুল্লাহ। পারলাম না আর নিজেকে সান্ত্বনা দিতে। ধৈর্য ধরতে। আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। আমার কারোর ওপর কোনো অভিযোগ নেই। আমার জীবন ব্যর্থ। আর এই ব্যর্থতার গ্লানি কুরে কুরে খায়।’

আরও লেখা হয়, ‘আমার লাশটা কোনো এক স্থানে পুঁতে দেবেন না দয়া করে। জানাজা নামাজ পড়বেন। কিন্তু মাইকে এলাম (জানানো) করবেন না। অনেক কথা বলার ছিল, কিন্তু সময় অনেক কম।

‘আপনার সন্তানকে বুঝুন, যোগ্য বাবা হন। আমার খাটিয়া আমার বাবার কাছে দেবেন না।’

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, চালকলটির মালিক উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু। সকালে চালকলের ভেতর সানোয়ারের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বলেন, সানোয়ারের চিরকুট পড়ে মনে হচ্ছে, বাবার ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। সানোয়ারের পরিবার নওগাঁয় থাকে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

খান অ্যাগ্রো ফুডের মালিক জিয়াউল করিম খান সাজু জানান, সানোয়ারের সঙ্গে কাজ করা অন্য শ্রমিকরা জানিয়েছেন, শনিবার রাতে মোবাইল ফোনে কথা বলার সময় বাবার সঙ্গে ঝগড়া করেন সানোয়ার। সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

এ বিভাগের আরো খবর