ঝালকাঠির রাজাপুরে আম পাড়া নিয়ে কলহের জেরে এক মাদ্রাসাছাত্রীর কান কামড়ে নেয়ার অভিযোগ উঠেছে তার চাচীর বিরুদ্ধে।শনিবার সকাল ১১টার দিকে মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রীর নাম সাহিদা আক্তার কল্পনা। তিনি স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।অভিযুক্ত নারীর নাম সুমা বেগম। তিনি সম্পর্কে কল্পনার চাচী।স্থানীয়রা জানান, কাউকে না জানিয়ে কল্পনাদের গাছ থেকে আম পাড়ছিলেন সুমা। এ সময় কল্পনা আম নেয়ার কারণ জানতে চান এবং তাকে বারণ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সুমা ক্ষিপ্ত হয়ে কল্পনার ডান কান কামড়ে দেন।তারা জানান, এতে কল্পনার কান প্রায় দুই ভাগ হয়ে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’