করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনে পঞ্চগড়ের কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ।
জেলা পরিষদ চত্বরে শনিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে পরিষদের চেয়াম্যান আনোয়ার সাদাত সম্রাট ১০০ শ্রমিকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
তিনি বলেন, লকডাউনে কর্মহীনদের মধ্যে পর্যায়ক্রমে আরও দুই হাজার মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশী, সদস্য আক্তারুন নাহার শাকি, জেলা বাস-সিনিবাস পরিবহন শ্রমিকের ইউনিয়নের সভাপতি বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক আব্বাস আলী।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক শ্রমিক পেয়েছেন সাত কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি সোয়াবিন তেল ও দুইটি সাবান।