ওসি জানান, মোবাইলে ইলেক্ট্রনিক ট্রানজেকশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়া খেলছে, তাদের কাছে এমন সুনির্দিষ্ট তথ্য ছিল। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকা থেকে জুয়া খেলার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার জয়ধরখালী এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন হাবিবুল্লাহ, আনিছুর রহমান, আরিফুল ইসলাম, ইকবাল আহাম্মদ, রাজীব, রানা ও রবিন।
এসব তথ্য নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান।
ওসি জানান, মোবাইলে ইলেক্ট্রনিক ট্রানজেকশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়া খেলছে, তাদের কাছে এমন সুনির্দিষ্ট তথ্য ছিল। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে শনিবার তাদের কারাগারে পাঠানো হয়।