গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। পরে কাভার্ড ভ্যানসহ চালকে আটক করে পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাইমাইল ব্রিজের কাছে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ আলাউদ্দিনের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার চরডাঙ্গা গ্রামে।
স্থানীয় বাসিন্দা রবিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনার পরপর আমরা একটি সিএনজিতে করে আহত আলাউদ্দিনকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে কোনাবাড়ী থানায় খবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।’
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।