নীলফামারীর জলঢাকায় অ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে আকাশ নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।
উপজেলার ডালিয়া সড়কের মুদিপাড়া মোড়ে শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আকাশ জলঢাকার শৌলমারী ইউনিয়নের আনছারহাট এলাকার হেলাল উদ্দিনের ছেলে।স্থানীয় লোকজন জানান, ১২ বছর বয়সী আকাশ একটি চায়ের হোটেলে কাজ করত। বাড়ি থেকে সাইকেলে হোটেলে যাওয়ার পথে মুদিপাড়া মোড়ে অ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয় শিশুটি। আশপাশের লোকজন আকাশকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পাটগ্রাম থেকে করোনার নমুনা নিয়ে রংপুর যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি নিয়ে চালক নিজেই থানায় হাজির হয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর।