বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৭ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ৩

  •    
  • ২২ মে, ২০২১ ২১:৫৪

ওসি জানান, মাহফুজ একজন পেশাদার চোর। জিজ্ঞাসাবাদে তিনি সাত বছর ধরে দুইশ থেকে আড়াইশ চুরির কথা স্বীকার করেছেন। প্রতিদিন রাত ১১টার পর তারা মনিরের অটোরিকশা নিয়ে বের হয়ে চুরির চেষ্টা করতেন।

চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর বিভিন্ন স্থান থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. মাহফুজ, মাহফুজের স্ত্রী খুকুমণি ও সিএনজিচালিত অটোরিকশার চালক মনির হোসেন।

চট্টগ্রাম কোতোয়ালি পুলিশ শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি তদন্ত) কবির হোসেন জানান, গত বুধবার রাতে নগরীর জুবিলী রোডের আমাফা সেন্টারের চতুর্থ তলায় বাংলাদেশ সাপ্লায়ার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জানালার গ্রিল কেটে ২৭ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়।

ভবনের তৃতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও গ্রিল কেটে চুরির চেষ্টার আলামত পাওয়া যায়।

এ ঘটনায় বাংলাদেশ সাপ্লায়ার্সের মালিক কাইজার আবুওয়ালা ও ব্যাংক কর্তৃপক্ষ দুটি মামলা করে।

মামলার পর পুলিশ ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে মনিরকে শনাক্ত করে। এরপর শুক্রবার রাত ১১টার দিকে পুরাতন রেলস্টেশন থেকে দুটি চাপাতি, পাঁচ হাজার টাকাসহ মনিরকে গ্রেপ্তার করা হয়।

মনিরের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ আকবর শাহ থানার বিশ্বকলোনী কাঁচাবাজার টাংকি পাহাড় শান্তিনগর এলাকা থেকে মাহফুজ ও খুকুকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ২৭ লাখ টাকা ও চুরির সময় ব্যবহৃত একটি রেঞ্জ উদ্ধার করা হয়।

ওসি জানান, মাহফুজ একজন পেশাদার চোর। জিজ্ঞাসাবাদে সে সাত বছর ধরে দুই শ থেকে আড়াই শ চুরির কথা স্বীকার করেছে। প্রতিদিন রাত ১১টার পর তারা মনিরের অটোরিকশা নিয়ে বের হয়ে চুরির চেষ্টা করত।

মাহফুজের একটি ভাঙারির দোকান আছে। চুরি করা বিভিন্ন সামগ্রী সে সেখানে বিক্রি করত। চুরির দায়ে সে দুই বছর জেল খেটেছে।

মাহফুজ পুলিশকে আরও জানায়, গ্রিল কেটে ভবনে ঢুকেই তারা সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন খুলে পানিতে চুবিয়ে রাখত। এতে ফুটেজ নষ্ট হওয়ায় তাদের শনাক্ত করা যেত না।

এ বিভাগের আরো খবর