চুয়াডাঙ্গার সদর উপজেলায় আগুনে পুড়েছে দিনমজুর ছয়টি পরিবারের ঘর।
উপজেলার মাছেরদাইড় গ্রামে শনিবার বিকেলে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুড়ে যায় ১০টি ঘরের সব কিছু।
গ্রামের লোকজন জানান, বিকেলে গ্রামের ইছান আলীর রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার বসতঘরে।
তার ঘর থেকে পাশের তাইজেল ইসলামের বাড়িতে আগুন লাগে। পর্যায়ক্রমে আগুন ছড়িয়ে পড়ে তার ছেলে রুবেল হোসেন, প্রতিবেশী বাবুর আলী, জানারুল ইসলাম ও জুলহাস হোসেনের বাড়িতে।
প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের খবর দেয়া হয়। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুনে দুটি গরু, ১ লাখ ৬০ হাজার টাকা, ৪০ মন ধানসহ ঘরগুলোতে থাকা অধিকাংশ জিনিসপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
তাইজেল ইসলাম বলেন, ‘আলমসাধু কিনার জন্যি ঘরে গরু বেচি নগদ ১ লাখ ১০ হাজার টেকা রেকিছিলাম। টেকাগুলু সব পুড়ি গিচে। ঘরে ৪০ মন ধান, চাল, ভূ্ট্টাসহ খাবার জিনিস ছিলু। পুড়ি সব শেষ। এক পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।’
দিনমজুর জুলহাস হোসেন জানান, ‘গুয়ালি আমার দুটু গরু ছিলু। সেই গরু দুটুও পুড়ি গিচে। একন পুড়া গরু আর বিক্রি হবে না।’
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জুয়েল রানা জানান, দিনমজুর ইছানের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে প্রায় আট লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পরে আরও সহযোগিতা করা হবে।