নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে।
পত্নীতলা রোডের হোসেন মর্টরস ওয়ার্কশপে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় চন্দ্র মণ্ডল উপজেলার বহবলপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।
পুলিশ জানায়, দুপুরে ওয়ার্কশপে ট্রাকের চাকায় হাওয়া দিচ্ছিলেন জয়। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তিনি ওপরের দিকে ছিটকে পড়েন। এতে মাথায় মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলে মারা যান জয়।
স্থানীয় ব্যবসায়ী আবজাল হোসেন জানান, জয় অনেক দিন ধরে এই দোকানে কাজ করেন। বিস্ফোরণে আহত হলে তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ নিউজবাংলাকে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ শনিবার বিকেল ৪টার দিকে হস্তান্তর করা হয়েছে।