নেত্রকোণার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে মামলার পর ১৫ বছরের ওই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
এর আগে ‘ধর্ষণের শিকার’ হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত শিশুটি শুক্রবার কীটনাশক পান করে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ১১ মে রাত ৯টার দিকে ধর্ষণের শিকার শিশু বাড়ির সামনের দোকানে কয়েল আনতে যায়। পথে তার মুখ চেপে ধরে একটি রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে আসামি।
ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। শুক্রবার সকালে বাড়ির সামনে গিয়ে কীটনাশক পান করে শিশুটি। পরে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।