রমনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আহাদ জানান, খেলার সময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর একসময় তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।
কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রমনা ইউনিয়নের জোড়গাছ তেলিপাড়া এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত আড়াই বছর বয়সী মোবাস শিরিন খাতুন ওই এলাকার মৃত মিলন মিয়ার মেয়ে।
রমনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আহাদ নিউজবাংলাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খেলার সময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর একসময় তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিরিনকে মৃত ঘোষণা করেন।