এসআই সাইফুল ইসলাম জানান, পিবিআইয়ের একটি দল নিহত তরুণীর হাতের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লার দাউদকান্দি থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গৌরীপুর বাসস্ট্যান্ডের সড়কের পাশ থেকে শনিবার সকালে শিল্পি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
২৫ বছর বয়সী শিল্পি আক্তারের বাড়ি হোমনা উপজেলার ওমরাবাদ গ্রামে।
দাউদকান্দি মডেল থানার গৌরীপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১০ টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পিবিআইয়ের একটি দল নিহত তরুণীর হাতের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করেছে।
মরদেহের সুরতহাল শেষ হয়েছে। বেলা সাড়ে ৪ টায় ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।