বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ত্রিশালে ছেলেদের হাতে বাবা খুন

  •    
  • ২২ মে, ২০২১ ১৭:১১

ত্রিশালের ওসি জানান, নিহত খায়রুল কুখ্যাত ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা, ধর্ষণ ও লুটপাটের মামলা রয়েছে।

অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নিজের ছেলেরা তার বাবাকে নিষেধ করেছিল। এতেই ক্ষিপ্ত হয়ে ছেলেদের মারধর শুরু করেন। অনেকক্ষণ বাকবিতণ্ডার পর দুই ছেলে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর মাধাখালি গ্রামের ‘ডাকাত’ ছিলেন খায়রুল। তাকে দা দিয়ে কুপিয়ে প্রথমে গুরুতর আহত করেন দুই ছেলে মিনহাজ ও আকরাম।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় আকরামক গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার খায়রুলের সঙ্গে কথা-কাটাকাটি হয় ছেলেদের। একপর্যায়ে ছেলেরা ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

কয়েকজন স্থানীয় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন নিউজবাংলাকে বলেন, নিহত খায়রুল কুখ্যাত ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা, ধর্ষণ ও লুটপাটের মামলা রয়েছে। এ ঘটনায় তার ছেলে আকরামকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের আরো খবর