বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুকুরে ভেসে উঠল ভাইবোনের মরদেহ

  •    
  • ২২ মে, ২০২১ ১৬:২৮

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তাদের মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা।

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশের একটি পুকুর থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলো টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মণ্ডলের ১২ বছর বয়সী মেয়ে আবিদা ও ১০ বছর বয়সী ছেলে রিফাত।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া জানান, মারা যাওয়া শিশুরা বাবার সঙ্গে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে আত্মীয়র বাড়ির পাশের একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তাদের মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা।

এ বিভাগের আরো খবর