মেহেরপুরের গাংনীর সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের জেরে তার ভাগ্নের করা মামলায় সেখানকার এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক আলামিন হোসেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজনেস বাংলাদেশের মেহেরপুর জেলা প্রতিনিধি এবং স্থানীয় পত্রিকা মেহেরপুর প্রতিদিনের যুগ্ম সম্পাদক।
মামলায় গ্রেপ্তার পরোয়ানা দেখিয়ে শনিবার সকালে গাংনী থানা পুলিশ আলামিনকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুমন হক নিউজবাংলাকে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় সাংবাদিক আলামিন হোসেনের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতীয় সংসদের মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বিরুদ্ধে একজনের বাড়ি দখলের প্রতিবেদন করেছিলেন।
‘মকবুলের কাণ্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে ২০২০ সালের ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর অবশ্য বাড়ির মালিক জানান, তার বাড়ি মকবুল দখল করেননি। তিনি নিয়মিত ভাড়া দিচ্ছেন।
ওই ঘটনার জের ধরে মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা নং ১২ তাং ১৩-০৫-২০২০ ইং।
গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রহমান নিউজবাংলাকে জানান, সাংবাদিক আলামিন হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি বতর্মানে আদালতে বিচারাধীন। এতদিন সাংবাদিক আলামিন বিচারিক আদালত থেকে জামিনে ছিলেন। সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত তা নামঞ্জুর করে গ্রেপ্তারের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী মামলাতেই আলামিন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।