চাঁদপুরের হাইমচরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্তদের হাইমচর উপজেলার দক্ষিণ পাড়া বগুলা এলাকা থেকে শুক্রবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।
আদালতের মাধ্যমে শনিবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।
মামলায় বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজবাড়ি থেকে অভিযুক্ত এক যুবকের অটোরিকশা চড়ে ওই ছাত্রী তার বোনের বাড়ি যাচ্ছিল। পথমধ্যে ওই চালকসহ তিন যুবক তাকে একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। শুক্রবার সকালে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা।
মামলার বাদী বলেন, ‘আমার মেয়ে তার বোনের বাড়িতে যাওয়ার পথে নির্যাতনের শিকার হয়। এ সময় তারা আমার মেয়েকে ভয়ভীতি দেখায় এই ঘটনা কাউকে না জানাতে।
‘শুক্রবার সকালে আমার মেয়ে অনেক কষ্টে বাড়ি পৌঁছায়। কান্নাকাটির এক পর্যায়ে সে ঘটনা খুলে বলে। পরে হাইমচর থানায় মামলা করি। আমি জড়িতদের কঠিন শাস্তির দাবি জানাই।’
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান মোল্লা বলেন, সন্ধ্যায় মামলার পরই আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালাই। রাতভর অভিযান চালিয়ে আসামিদের হাইমচর উপজেলা থেকে আটক করি। ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।