ময়মনসিংহের সদর উপজেলায় অষ্টধর ইউনিয়নে মাটির নিচ থেকে আকাশ মিয়া নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।আকাশ মিয়া উপজেলার অষ্টধর ইউনিয়নের ভুগলি গ্রামের আক্রাম হোসেনের ছেলে। সে অষ্টধর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল ।শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের জিয়াউর রহমানের বাড়ির পেছন থেকে পু্লিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনাটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর সার্কেলের এএসপি আলাউদ্দিন।তিনি জানান, একই গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে আগে থেকেই আকাশের প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন পরিবারের অজান্তে ২ মে কোর্টে গিয়ে বিয়ে করে। পরে বিষয়টি দুই পরিবারে জানাজানি হয়। বুধবার জেসমিন আক্তার ফোন করে আকাশকে তাদের বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে আকাশ নিখোঁজ। বৃহস্পতিবার রাতে আকাশের বাবা আক্রাম হোসেন থানায় অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার জিয়াউর রহমানের বাড়ি তল্লাশি করে। এ সময় ঘরের মেঝেতে রক্তের দাগ দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় ওই বাড়ির আশপাশে খোঁজ করা হয় এবং বাড়ির পেছনে একটা সন্দেহজনক গর্ত পাওয়া যায়। পরে সেই গর্ত খুঁড়ে আকাশের মরদেহ পাওয়া যায়। আকাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এএসপি আলাউদ্দিন আরও জানান, গর্ত থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেসমিনের মা রোজিনা আক্তার ও তার চাচি নার্গিস আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।