চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পূর্ব পরিচিত এক তরুণীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তার এডিট করা ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে উপজেলার মাজু গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম আল আমিন। মাজু গ্রামেই তার বাড়ি।
এর আগে রাত ৯টার দিকে ওই যুবকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেন তরুণীর বাবা।
এজাহার সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া গ্রামের ওই তরুণীর সঙ্গে পাশের মাজু গ্রামের আল আমিনের সুসম্পর্ক গড়ে ওঠে। সে সময় আল আমিন ওই তরুণীর কিছু ছবি তুলে রাখেন। ৬ মাস আগে ওই তরুণীর বিয়ে হয়ে যায়। বর্তমানে তিনি তার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছেন।
বিয়ের কয়েক মাস পর তরুণীর নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন আল আমিন। তরুনীর ছবি সম্পাদনা করে আল আমিন গত ২০ মার্চ ওই ভুয়া ফেসবুক আইডিতে পোস্ট করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে শুরু হয় তরুণীর সমালোচনা। এতে ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তরুণীর পরিবার।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, শুক্রবার রাতে আলমডাঙ্গা থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন তরুণীর বাবা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে যুবক আল আমিনকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।