বদরগঞ্জ থানার পুলিশ জানায়, একটি গরু কিনে কয়েকজন মিলে জবাই করে। সেই মাংস ভাগাভাগি নিয়ে ভাতিজা হেলাল হোসেনের দা দিয়ে কোপে রফিকুল মারাত্মক আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রংপুরের বদরগঞ্জে গরুর মাংসের ভাগাভাগি নিয়ে ভাতিজার দায়ের কোপে খুন হয়েছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মুকসুদপুর বানুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি গরু কিনে কয়েকজন মিলে জবাই করে। সেই মাংস ভাগে কম বেশি নিয়ে রফিকুলের সঙ্গে তার ভাতিজা হেলাল হোসেনের কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলাল তার হাতে থাকা ধারালো দা দিয়ে রফিকুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।