নাসিরনগর থানার ওসি নিউজবাংলাকে বলেন, ‘বাড়ির উত্তর পাশের জমি থেকে রহমতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রহমত আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে উপজেলার বরিশ্বর গ্রামে বাড়ির পাশের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রহমত আলী উপজেলার বরিশ্বর ইউনিয়নের বরিশ্বর গ্রামের পশ্চিমপাড়ার মৃত ফালান ফকিরের ছেলে। তিনি এলাকায় কৃষিকাজ করতেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক নিউজবাংলাকে বলেন, ‘বাড়ির উত্তর পাশের জমি থেকে রহমতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। কে বা কারা তাকে হত্যা করেছে, তদন্ত শেষে জানা যাবে।’