বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাহাড়ে ডায়রিয়ার প্রাদুর্ভাব, একজনের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ মে, ২০২১ ২২:২০

রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অংগি খুমী পাড়ার এক বৃদ্ধ মারা গেছেন। ঝিরি ঝর্নার পানি শুকিয়ে যাওয়ায় এলাকাবাসী বিভিন্ন উৎস থেকে দূষিত পানি পান করায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।’

বান্দরবানের থানচির সীমান্তবর্তী দুর্গম তিনটি পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছেন, বড়মদক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাতোয়া পাড়া, অংগী খুমী পাড়া ও নারিচা মুরুং পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পর্যন্ত তিনটি পাড়ার ৪৫ বাসিন্দা এই রোগে আক্রান্ত হয়েছেন।

তারা বলছেন, বড় মদক এলাকায় ঝিরি ঝর্ণা শুকিয়ে যাওয়ায় দূষিত পানি পান করার পর মঙ্গলবার থেকে কয়েকজন ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়েন। দুর্গম এলাকা হওয়ায় চিকিৎসার অভাবে প্রায় তিনটি পাড়ার সব পরিবারে আক্রান্ত রয়েছেন।

রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অংগি খুমী পাড়ার এক বৃদ্ধ মারা গেছেন। ঝিরি ঝর্নার পানি শুকিয়ে যাওয়ায় এলাকাবাসী বিভিন্ন উৎস থেকে দূষিত পানি পান করায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।’

থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানি বলেন, ‘দুর্গম কয়েকটি এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাবের খবর পেয়েছি। ইতোমধ্যে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমরা সেখানে একটি মেডিক্যাল টিমের মাধ্যমে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাঠিয়েছি।’

বান্দরবান জেলা সিভিল সার্জন ডা. অংসুইপ্রু বলেন, ‘থানচির সীমান্ত এলাকায় কয়েকটি পাড়ার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। একজনের মৃত্যুর খবর শুনেছি। একটি মেডিক্যাল টিম সেখানে পৌঁছেছে।’

তিনি বলেন, ‘আরও দুটি টিম সেখানে যাচ্ছে। পায়ে হেঁটে ও নৌপথে সেখানে পৌঁছাতে তাদের সময় লাগছে। মেডিক্যাল টিম ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।’

এ বিভাগের আরো খবর