বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আদালতে রুবেলের জবানবন্দি

  •    
  • ২১ মে, ২০২১ ২২:১৭

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে জানান, রুবেল অপহরণের অভিযোগে তার মায়ের করা মামলা অনেক আগেই নিষ্পত্তি হয়েছে। তবে রুবেল ফিরে আসার পর চাঞ্চল্য সৃষ্টি হয় তার ঘটনা নিয়ে। তাই তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

নিখোঁজ হওয়ার ১৪ বছর চার মাস পর নিজ এলাকায় ফিরে আসা মোহাম্মদ রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে রুবেল জানিয়েছেন, তাকে অপহরণ করা হয়নি। তিনি নিজেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল মোহসীনের আদালতে জবানবন্দি দেন রুবেল।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিউজবাংলাকে বলেন, মোহাম্মদ রুবেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করার পর তাকে তার নিজ জিম্মায় ছেড়ে দিয়েছেন। আদালত তার জবানবন্দি তার মায়ের করা অপহরণ মামলার মূল নথি ও খন্ড নথির সঙ্গে সংযুক্ত করে পরবর্তী আদেশ দেবে বলে জানিয়েছে।

রুবেল নিখোঁজ হওয়ার পর তাকে অপহরণের অভিযোগে তার মায়ের করা মামলায় বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন বীর মুক্তিযোদ্ধাসহ ছয়জন। ওই মামলায় আসামি করা হয় ১৯ জনকে।

জবানবন্দি দেয়ার পর নিজ জিম্মায় আদালতের বাইরে এসে মোহাম্মদ রুবেল জানান, আদালতে গত ১৪ বছর কোথায়, কীভাবে ছিলেন তা জানিয়েছেন। তাকে যে অপহরণ করা হয়নি তা-ও জানিয়েছেন। তিনি যে ক্ষুধার যন্ত্রনায় নিজেই বাড়ি থেকে পালিয়েছিলেন সে বিষয়টিও বলেছেন। তাকে অপহরণের অভিযোগে যারা হয়রানির শিকার হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করেন রুবেল।

রুবেলের বড়ভাই আবদুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রুবেল ফিরা আইবো তা আমরা জানতাম না। রুবেল ফিরা আসার খবর শুইন্না আমিও ছুটট্টা আইছি। রুবেল সঙ্গে তার বউকে নিয়ে এসেছে। তারা ঘর উঠানোর জন্য মালপত্র সাথে আনছে।’

তিনি আরও বলেন,‘ আমি মায়ের প্রথম ঘরের সন্তান। রুবেল তৃতীয় সংসারের। আমার মায়ের বয়স বর্তমানে ৬৫ বছরের উপরে। তিনি অনেক দিন মামলা মোকাদ্দমা নিয়া ঘুরাঘুরি করেছেন। তারে আদালতের অনেকেই চিনে।’

রুবেলের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায়। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নিজ এলাকায় ফিরে আসেন রুবেল। রাত সাড়ে ৯টার দিকে তাকে থানায় হাজির করা হয়। পরে শুক্রবার বিকেলে পুলিশ তাকে আদালতে হাজির করেন। সেখানে রুবেল ঘটনার বর্ণনা দেন। পরে আদালত তাকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে জানান, রুবেল অপহরণের অভিযোগে তার মায়ের করা মামলা অনেক আগেই নিষ্পত্তি হয়েছে। তবে রুবেল ফিরে আসার পর চাঞ্চল্য সৃষ্টি হয় তার ঘটনা নিয়ে। তাই তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে রুবেলের দেয়া জবানবন্দি তার মায়ের করা অপহরণ মামলার মূল নথি ও খন্ড নথির সঙ্গে সংযুক্ত করে আদালত পরবর্তী নিদেশ দেবে।

তিনি আরও বলেন, যদি কাউকে বিনা দোষে হয়রানি করা হয় তা হলে সে বিষয়ে ব্যবস্থা নেবে আদালত।

এ বিভাগের আরো খবর