পুলিশের প্রচেষ্টায় দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে জয়পুরহাটের পাঁচবিবির রাইগ্রামের মানুষ।
প্রভাবশালী এক ব্যক্তির নির্মাণকাজের কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ার খবর পাওয়ার পাঁচ দিনের মধ্যেই সমস্যার সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা।
তিনি জানান, বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেজের ইনবক্সে জয়পুরহাটের পাঁচবিবি থানার রাইগ্রামবাসীর পক্ষে একজন সচেতন ব্যক্তি গত ১৫ মে একটি বার্তা পাঠান।
বার্তায় বলা হয়, এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির নির্মাণকাজের কারণে গ্রামের পানিনিষ্কাশন-ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। দীর্ঘ এক বছর ধরে জলাবদ্ধতায় গ্রামের মানুষের চলাফেরা বন্ধ হয়ে গেছে। গ্রামের মানুষ নানাভাবে চেষ্টা করেও এ সমস্যার সমাধান করতে পারেননি। তাই গ্রামবাসীর পক্ষ থেকে তিনি পুলিশের সহযোগিতা চেয়ে বার্তা প্রেরণ করেছেন।
বার্তাটি পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেবকে অভিযোগের সত্যতা যাচাইয়ের নির্দেশনা দেয়। এর পরিপ্রেক্ষিতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বার্তায় প্রদত্ত তথ্যের সত্যতা পায়।
পরে মিডিয়া উইংয়ের পরামর্শে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টিতে আনেন ওসি পলাশ চন্দ্র দেব। পরবর্তীতে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৫০ ফুট লম্বা ড্রেন তৈরি করা হয়।
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বার্তা পাঠানোর মাত্র পাঁচ দিনের মধ্যে পাঁচবিবির ওসি সমস্যাটি শান্তিপূর্ণভাবে সমাধান করেছেন।
সহকারী মহাপরিদর্শক সোহেল রানা জানান, এ বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বার্তা প্রেরক ধন্যবাদ জানিয়ে আরেকটি বার্তা পাঠান।
তাতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম, স্যার। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশাসন এসে আমাদের পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের এমন সৎ, সাহসী নেতৃত্ব ও যুগান্তকারী পদক্ষেপের করণে দীর্ঘ এক বছরের পানিনিষ্কাশনের কষ্ট ও কঠোর দ্বন্দ্ব-সংঘাতের ভোগান্তি দূর হয়ে আজকের এই দিনটিতে গ্রামের অসংখ্য মানুষের রাস্তা চলাচল ও জলাবদ্ধ জীবন থেকে মুক্তির দিশা মিলল। আজকে যেন সবাই ঈদের আনন্দের মতো আনন্দিত। বাংলাদেশ পুলিশ প্রশাসনই পারে নিরীহ মানুষের বন্ধু হয়ে দেশ ও জাতির পাশে দাঁড়াতে।’