বরিশালে নদী থেকে সবুজ বৈদ্য নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর পলাশপুরসংলগ্ন কীর্তনখোলা নদী থেকে শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ বছর বয়সী সবুজ বৈদ্য নগরীর শিশুপার্ক কলোনি এলাকার শংকর বৈদ্যর ছেলে।
শিশুটির মা দিপু রানী বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টায় আমার কাছ থেকে ২০ টাকা নিয়ে নতুন জামাকাপড় পরে খাবার খেতে বের হয় সবুজ। এরপর আর বাড়ি ফেরে নাই। অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। আজকে নদীতে লাশ পাইছে ওর। কীভাবে কী হইছে বুঝতে পারতেছি না।’
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, মৃত্যুর বিষয়টি সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।