বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে প্রাণ গেল শিশুর

  •    
  • ২১ মে, ২০২১ ১৮:২৮

অভিযোগের সূত্রে জানা যায়, আলিফ অটো রাইস মিলের পাশে শিশু রায়হানের বাড়ি। গত সোমবার বিকেলে রায়হান তার বোনের সাথে মাঠে বল নিয়ে খেলা করছিল। একপর্যায়ে বলটি মিলের ছাইয়ের ওপর পড়ে। এ সময় শিশু রায়হান বলটি আনতে গেলে সে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়।

রাস্তার পাশে রাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ের আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার লাকসাম পৌর শহরের কার্দ্রা এলাকায়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

দগ্ধ হয়ে মারা যাওয়া শিশু রায়হান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কার্দ্রা গ্রামের শাহ আলমের ছেলে।

এ ঘটনায় রায়হানের চাচা মজিবুর আলম জুয়েল বাদী হয়ে বৃহস্পতিবার লাকসাম থানায় আলিফ অটো রাইস মিলের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

অভিযোগের সূত্রে জানা যায়, আলিফ অটো রাইস মিলের পাশে শিশু রায়হানের বাড়ি। গত সোমবার বিকেলে রায়হান তার বোনের সাথে মাঠে বল নিয়ে খেলা করছিল। একপর্যায়ে বলটি মিলের ছাইয়ের ওপর পড়ে। এ সময় শিশু রায়হান বলটি আনতে গেলে সে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়।

এ সময় শিশু রায়হানের চিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। তবে চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার জন্য বলেন।

এরপর শিশুটিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

টানা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে শিশু রায়হানের মৃত্যু হয়।

শিশুটির চাচা জুয়েল বলেন, আলিফ অটো রাইস মিলের জ্বলন্ত ছাই যেখানে-সেখানে ফেলে রাখার কারণে এমন করুণ মৃত্যু হয়েছে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর