নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদ ভবনে চেয়ারম্যানের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনাকে নাশকতা বলে অভিযোগ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাশেম। ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চার সদস্যের কমিটি গঠন করেছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাশেম জানান, আগুন লাগার সময় অফিসে কেউ ছিল না। হঠাৎ আগুন দেখে স্থানীয়রা তা নেভাতে এগিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে অফিসের প্রায় সব সরঞ্জাম পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি চেয়ারম্যানের।
তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে সিসি ক্যামেরা বন্ধ ছিল। কেউ ক্যামেরার সংযোগ তার খুলে রেখেছিল। এ সময়টাতেই ১৫-১৬ দিন আগে কক্ষের বাইরে দেয়ালে থাকা বঙ্গবন্ধুর একটি পোর্টেটও কে বা কারা খুলে নিয়ে গেছে। অফিস কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সুযোগ নেই। আগুন লাগা রহস্যজনক। হতে পারে নাশকতা।’
বারহাট্টার ইউএনও গোলাম মোর্শেদ বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ঘটনা নাকি নাশকতা, তা আমরা তদন্ত করব।’
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনামুল হক জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আগুন লাগার ঘটনায় নাশকতার বিষয়ে অভিযোগ পেলে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।