গাজীপুর সদরের কাশিমপুরে পুলিশের গোয়েন্দা শাখার (সিআইডি) সদস্য পরিচয়ে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির নাম বাচ্চু মিয়া। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআই বলেন, সদর উপজেলার কাশিমপুর থানার সুরাবাড়ি রাইসমিল এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১টার দিকে তাকে আটক করা হয়।
‘বৃহস্পতিবার বাচ্চু সুরাবাড়ি রাইস মিল এলাকার একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে গিয়ে দোকানিকে তার কম্পিউটারে অশ্লীল ছবি রয়েছে বলে ভয় দেখান। তিনি নিজেকে সিআইডি পরিচয় দেন। এরপর তার কাছে টাকা দাবি করেন। এ সময় উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে বাচ্চুকে আটক করা হয়।’
মোবাইল সার্ভিসিং দোকানের মালিক রোস্তম গাজী জানান, পুলিশকে খবর দিলে বাচ্চুকে আটক করে থানায় নিয়ে যায়। পরে কাশিমপুর থানায় বাচ্চুর বিরুদ্ধে মামলা করেন তিনি।