মানিকগঞ্জ সদরে প্রধানমন্ত্রীর এপিএস-২ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-৪।
উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রমজান মোল্লার বাড়ি থেকে শুক্রবার ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়।
আটক রুবেল মিয়া হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের বসন্তপুর আর্দশ গ্রামের বাসিন্দা। তিনি বেতিলা এলাকার রমজান মোল্লার বাড়িতে ভাড়া থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ র্যাবের আঞ্চলিক কোম্পানি কমান্ডার সহকারী উপপরিদর্শক (এএসপি) উনু মং।
বাড়ির মালিক রমজান মোল্লার স্ত্রী রহিমা বেগম বলেন, ‘এ ঈদের কয়েকদিন আগে বাড়ি ভাড়া নিতে আসেন রুবেল মিয়া। বেতিলা-বালিরটেক রাস্তায় যে কাজ হচ্ছে, সেই কাজের ঠিকাদার পরিচয় দিয়ে তিনি বাড়ি ভাড়া নেয়।
‘ভাড়া নেয়ার পর থেকে সব সময় ঘরের ভেতরে থাকত। মাঝে মধ্যে কারা যেন এসে তাকে ওষুধ দিয়ে যাইত।’
এএসপি উনু মং জানান, বেশ কিছুদিন ধরে মানিকগঞ্জ এলাকায় বিভিন্ন জনের কাছে নিজেকে গাজী হাফিজুর রহমান লিকু নামে পরিচয় দিচ্ছিলেন তিনি। সবাইকে জানান, তিনি প্রধানমন্ত্রীর এপিএস-২। এই পরিচয় দিয়ে তিনি ত্রাণ বিতরণসহ নানা কাজের জন্য চাঁদা তুলছিলেন। স্থানীয় নেতাকর্মীদের দলে বিভিন্ন পদ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়েও তিনি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ আছে।
এএসপি আরও জানান, এসব অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। ওই ভিজিটিং কার্ডে তার পেশা ঠিকাদার উল্লেখ করা আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল প্রতারণার কথা স্বীকারও করেছেন বলে জানান র্যাব কর্মকর্তা।