ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে রনি খন্দকার নামের এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন।
উপজেলার বুধন্তি ইউনিয়নের ইমলামপুর পুলিশ ফাঁড়ি এলাকার আলীনগরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
তিনি জানান, এ দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের চারজন। তাদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ওসি আতিকুর জানান, ইসলামপুর পুলিশ ফাঁড়ি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সিলেটমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ঢাকামুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী রনি খন্দকারসহ চালকের মৃত্যু হয়।
নিহত পিকআপচালকসহ আহতদের পরিচয় এখনও জানা যায়নি।